আমাদের কথা খুঁজে নিন

   

চুরির কাজেও ফেসবুক!

বি:দ্রি হিউমরহীন ব্যাক্তিদের প্রবেশ নিষেদ । লন্ডনে বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধমে পরিণত হয়েছে ফেসবুক। নতুন নতুন বন্ধু তৈরি, পুরাতন বন্ধু বা আপনজনদের খুঁজে বের করাসহ প্রিয় উক্তি, ভিডিও, অডিও, ছবি ও অনুভূতি বিনিময়ের সবচেয়ে সহজ ও আকর্ষণীয় মধ্যম এখন ফেসবুক। কিন্তু এ অতি প্রয়োজনীয় ও জনপ্রিয় মাধ্যমটি যে চুরির কাজেও ব্যবহৃত হতে পারে তা কী কেউ ধারণা করেছিলেন। ধারণা না করলেও এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে।

ব্রিটেনের পশ্চিম সাসেক্সের পুলিশ জানিয়েছে, ফেসবুক ব্যবহার করে এ এলাকায় গত চার মাসে কমপক্ষে ১২টি বাড়ি চুরি হয়েছে। কিন্তু কীভাবে? তদন্তে পুলিশ জানতে পেরেছে, চোরেরা ফেসবুকে প্রথমে বন্ধু বানিয়ে তাদের ছুটির দিনগুলোর ব্যাপারে তথ্য নেয়। ছুটির দিনে যখন পরিবারের সবাই বেড়াতে যায় সেই সুযোগে চোরেরা তাদের বাড়ি চুরি করে। এ ধরনের চুরি ঠেকাতে লোকজনকে তাদের ছুটির দিনগুলো এবং এদিনের পরিকল্পনা সম্পর্কে ফেসবুকে না লিখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ আরো জানায়, চুরির ঘটনাগুলো বেশির ভাগই ঘটেছে বেশিরভাগই লম্বা ছুটি কাটাতে যাওয়া মানুষদের বাড়িতে।

এর মধ্যে ছুটি কাটাতে কমপক্ষে দুই সপ্তাহের জন্য যারা বাইরে গেছেন তাদের বাড়িতেই চুরি হয়েছে বেশি। Click This Link -------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।