আমাদের কথা খুঁজে নিন

   

আব্বু আব্বা আর বাবা................যারা কেউই আমার পিতা হতে পারেনি।

একটা সময় নিজেকে পরী ভাবতাম যে ডানা মেলে উড়ে বেড়াত পারে আর এখন নিজেকে পুতুল মনে হয় যা শুধু শোকেসে শোভা পায় বাবা দিবসে অনেকেই বাবাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর লেখায় ভরে দিবে ব্লগ। সবাই পড়বে মহান পিতাদের অবদান কিন্তু এতো হল কিছু মহান পিতাদের কথা । সমাজে এমন অনেক সন্তান আছেন যাদের কাছে পিতা নামের কোন সুখ গল্প বা ছবি নেই। আমি তাদেরই একজন। ।

। ------------------------------------- আব্বু আমার জন্মদাতা। যার নাম আমার প্রতিটি সার্টিফিকেটে লেখা আছে। যে জন্ম দিয়ে এই সুন্দর পৃথিবীতে আমাকে এনেছেন । যার রক্ত বইছে আমার শরীরে।

শিশুকালে আমি নাকি তাকেই প্রথম ডেকেছি..অব্বু্ অব্বু বলে। জগৎ সংসারের নিয়ম অনুসারে তিনিই আমার পিতা......... যে বটবৃক্ষের ছায়ায় আমার বেড়ে ওঠার কথাছিল। . তিনি হতে পারতেন বাবা দিবসে আমার আদর্শ পিতা.... তিনি হতে পারতেন বাবা দিবসে আমার সুখ গল্পের পিতা হতে পারতেন আমার আদর্শ । । কিন্তু না ,এমনটি হয়নি।

যখন আমার মাত্র আট বছর বয়স তখন তিনি ত্যাগ করলেন আমাদের। তিনি পৃথিবী ত্যাগ করননি শুধু ত্যাগ করেছেন আমাদের। পিতার সকল দায়িত্ব ও কর্তব্য থেকে সুকৌশলে নিজেকে মুক্ত করলেন হারিয়ে গেলেন চিরতরে আমাদের জীবন থেকে। আর্শীবাদ স্বরূপ রেখে গেলেন আজীবনের অনশ্চিয়তা পিতাহীন এক সন্তানের কঠিন পথ চলা । ------------------------------------------- আব্বা যিনি আমাকে জন্ম দিয়ে এ পৃথিবীতে আনেননি যার নাম আমার সার্টিফিকেটে কখন লেখা হয়নি মাকে বিয়ে করে তিনি আমার আব্বা হলেন তাকে আব্বা বলে ডাকতে আমার বেশ সময় লেগেছিল তবুও তিনি হলেন আমার আব্বা তার কাছেই পিতৃহীন এ সন্তানের আশ্রয় হয়েছিল খাদ্য বস্ত্র বাসস্হান শিক্ষা এ সবই ছিল তার দান তার কাছে আমি চির ঋৃনী।

তিনি হতে পারতেন বাবা দিবসে আমার আদর্শ পিতা.... তিনি হতে পারতেন বাবা দিবসে আমার সুখ গল্পের পিতা হতে পারতেন আমার আদর্শ । । কিন্তু না ,এমনটি হয়নি। তিনি আমার পিতা হতে পারেনি। আমি যে এক পরগাছা করুনা আর অনুগ্রহেই যে আমার বেড়ে উঠা তা আমায় বার বার তিনি জানাতে দ্বিদ্ধা করেননি আমি এক পরগাছা সন্তান যার কোন অধিকার নেই, আছে শুধু অনুরোধ।

--------------------------------------- বাবা আমার বিয়ের পর আমি বাবা পেলাম মন ভরে বাবা ডাকতে শুরু করলাম এ আমার অধিকার । পিতার জন্য যে শূন্যতা আমার তা বাবাকে দিয়ে পূরন হবে বাবাকে খুশি করার হাজারো চেষ্টায় আমি ব্যস্ত দিনভর বাবার জন্য নাস্তা তৈরী বাবাকে ঔষধ খাওয়ান বাবার প্রয়োজনীয় জিনিসগুলোকে গুছিয়ে রাখা বাবার ঘর পরিষ্কার করা বাবা শোবার সময় হলে তাকে বিছানা করে দেয়া কারনে অকারনে বাবা বলে ডাকা........... তিনিওহতে পারতেন বাবা দিবসে আমার আদর্শ পিতা.... তিনিও হতে পারতেন বাবা দিবসে আমার সুখ গল্পের পিতা হতে পারতেন আমার আদর্শ । । কিন্তু না ,এমনটি হয়নি। তিনিও আমার পিতা হতে পারেননি আমার ভালবাসাকে অনুধাবন করতে পারেননি শুধু পুত্রবধু হিসেবেই আমায় জেনেছেন আর তাই তো পুত্রের উপর অভিমান করে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

*আব্বু আব্বা আর বাবা................যারা কেউই আমার পিতা হতে পারেনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।