আমাদের কথা খুঁজে নিন

   

রূপালী রূপকথা..

চন্দ্রালোকিত রূপালী রাতে আমি অনেক সময় নিয়ে আমায় সাজাবো জলের নীচে সমর্পণ করবো দেহ- স্নিগ্ধ স্নান শেষে ভেজা চুল শুকাবো রোদের মত তীব্র উষ্ণতায়; সর্পলতা বেনীর আনাচে কানাচে গুজবো অজস্র কাঠগোলাপ। আয়নার এপাশে বসে সাজাবো বিপরীত প্রতিচ্ছবিকে তার দু'চোখে কাজল লাগিয়ে সৃষ্টি করবো রহস্যময় অন্ধকার, শিল্পীর মত রঙতুলি দিয়ে আধফোটা ঠোটে ফোটাবো রক্তগোলাপ। কোনদিন শাড়ি না পড়া অঙ্গে জড়াবো জ্যোত্‍স্নার মত রূপালী জামদানী.. গহনার বাক্সে ঘুমিয়ে থাকা রূপার ঝুমকা ঝুলবে কানে, গলায় দুলবে রূপার চন্দ্রহার। হাতভর্তি কাচের চুড়িতে রুমঝুম সুর তুলে কপালে লাগাবো কাচপোকা টিপ। তারপর আয়নার প্রতিচ্ছবিকে প্রতিদ্বন্দী ভেবে বলবো, কে তুমি বলোতো? উনিশ বিশের তরুনী নাকি অদৃশ্য বিষের নাগিনী? তোমার সীমানা বয়সের চৌকাঠ, আর আমার সীমানা আমৃত্যু অসীম। আমায় তুমি ভালোবাসো নাকি ভয় করো? হারিয়ে দাও নাকি হেরে যাও? আজ যদি সেই রূপালী রাজপুত্র স্বপ্নের খোলস ভেঙ্গে বেরিয়ে আসে, তবে কাকে ভালোবাসবে সে.. তোমাকে নাকি আমাকে? তোমার তাকে মুগ্ধ করার অস্ত্র আছে আর আমার রয়েছে মন- পৃথিবীর কোন নির্জন দ্বীপের প্রকৃতির মত করে যাকে আমি সাজিয়েছি কবিতায়, গানে, কল্পনায়, গল্পে আর অজস্র জমানো স্মৃতির রূপকথায়। রাজপুত্র যদি তোমার জন্য আসে, তবে হেরে যাবে তুমি আর তোমার পুরুষ.. ক্লান্তি এসে কোন একদিন ছিড়ে দেবে ভালোবাসার ডানা; আর সে যদি আমার জন্য আসে, তবে জিতে যাবো আমি ও সে আর আমাদের ভালোবাসা.. যার বিস্তৃতি অনন্তকাল॥

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।