আমাদের কথা খুঁজে নিন

   

রূপালী কাব্য

রূপালী কাব্য আজম মাহমুদ কোন কালেই দিন তারিখ লিখে রাখার অভ্যেস আমার ছিলো না থাকলে ভালোই হতো তোমাকে হত্যা করার দিনটা লিখে রাখা যেতো, সেই সাথে আমার আত্মহত্যার তারিখটাও স্মরণীয় করে রাখতে পারতাম। অতীত ক্রমশ শুধু গাঢ় অতীত হতে জানে আর আমি হারিয়ে বসে থাকি আমার সব স্মৃতিময় দিন রাত্রি। হারিয়ে গেছে অনেক কিছু- এই হৃদয়টা হারিয়ে যাওয়ার প্রবল সুখের দিনটাও হারিয়ে গেছে। যে ক’টা দিনের কথা মনে পড়লেই পরম সুখে শরীরের সমস্ত রক্তকণা বিপ্লবী হয়ে উঠে সেইসব দিন তারিখও হারিয়ে বসে আছি কালের প্রশান্ত মহাসাগরে। কিছুই থাকেনি, সব ভেসে গেছে শুধু তোমার মুখটা হারাতে চায়না কোন মতেই যতোই হারাতে চাই দিন তারিখের মতো ততোই জেগে উঠে চোখের পর্দা... ০৪.০৫.২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।