আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রূপালী

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

প্রতিটি মানুষের ই নিজের বলে কিছু থাকে,যা সে বলতে পারে এটা আমার , বা এটা আমাদের। হয়তো অন্য অনেকের অর্জনের কাছে এটা তেমন কিছু না। তবু এটা আমার, আমার নিজের অর্জন। এই রকম জিনিস গুলো মানুষ চোখের আড়াল করতে পারে না। এই জিনিস টা অন্যের কাছে হয়তো অনেক ভালো থাকবে, তবু তা দিবে না।

এই যে অধিকার বোধ,এই যে নিজস্বতা, তার শিকড় উপড়ানো মনে হলো আজ পত্রিকা পড়ে। সৌদি যুবরাজ আমাদের গরীবের রূপালী কে কিনে নিবে। অনেক সুখে রাখবে। তাকে আন্তর্জাতিক করে তুলবে। 50টির ও বেশী দেশের মানুষ তাকে চিনবে জানবে।

তার জন্মস্থানে, তার বাবার বাড়ীতে 60 তলা বাড়ী করে দিবে। সবাইকে ডলারে সম্মানী দিবে। হেলিকপ্টারে করে চলাচল করবে সবাই। তার আগের নাম টাও রাখবে। শুধু তার আগে সৌদির নাম বসবে।

অনেক ভালো। অনেক সুখে থাকবে। অনেক ভালো থাকবে। কোন রাজনৈতিক , অর্থনৈতিক চিন্তা করি নি। পড়েই কেমন যেন ভিতর টা মুচড়ে উঠলো।

কেন জানি না। মনে হলো এ আর আমাদের নেই। আজ সে অন্যের। তাদের এই জৌলোস আমার দৈন্যতাকে আরও প্রকট করে তুলেছে। আর ও খারাপ লাগছে,আমরা তাকে ভালো রাখতে পারিনি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।