আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম মাওলা রনি; আইনের শাসন !!!

আমি আইনের কথা ই শুধু বলবো। এটা কোন রাজনৈতিক বিষয়ের পোষ্ট মনে করলে ভুল করছেন !!! অদ্য দুপুরে আদালত আদেশ দিলেন যে মাননীয় সংসদ সদস্যকে গ্রেফতার করতে হবে। ঘণ্টা খানিকের মধ্যে গ্রেফতার। বাহ !!! কি চমৎকার আইনের শাসন !!! মানুষ তো খুশিতে গদ গদ। আমি দুঃখিত ২ বার, প্রথম বার দুঃখিত কারণ এম পি সাহেব হামলা করেছেন সাংবাদিকের উপর।

২বার দুঃখিত, উনি গ্রেফতার হয়েছেন, এই ভেবে আমরা সাধারণ মানুষ খুব খুশি এই কারনে। ২ কারণ টাই আগে বলি। অন্য কোন মানুষকে মারধোর করলে কি পুলিশ এত তৎপর হত ??? আমি বলছি না এই তৎপরতায় কোন দোষ আছে। কিন্তু, আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। কিন্তু, কারো কারো ক্ষেত্রে এই আইন বেশী তৎপর সেই জন্য সময়ের দাবী আইন ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে।

যে কাজ এম পি সাহেব করেছেন তাঁর জন্য মারধোরের অভিযোগে মামলা হওয়া টাই সমীচীন ছিল। তা হলে এই মামলাটাতে জামিন ‘Matter of Right’ হত। কিন্তু, অতীতের রাজনীতিই তাঁর জন্য কাল হয়েছে। এমন ঘটনা আমরা শুধু দেখেছি বিরোধী দলের ক্ষেত্রে, এখন দেখলাম বিরোধী কণ্ঠের একজনের সাথে। এই টুকুই ভিন্ন।

কিন্তু, এই ভাবে আর কত কাল। এম পি সাহেব যে দুধে ধুয়া আমি তা বিশ্বাস করি না। কিন্তু, অন্যরা কি ??? আমি বলছি না যে, এম পি সাহেব খুব ভালো কাজ করেছেন। কিন্তু, আইনের প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা আমাকে খুব ভাবাচ্ছে। সাংবাদিকের জন্য আলাদা আইন, আইনজীবীদের জন্য আলাদা আইন, সংসদ সদস্যদের জন্য, রাজনীতিবিদদের জন্য...... সময় হয়েছে আসুন নতুন একটা রাষ্ট্রের চিন্তা করি যেখানে আলাদা আলাদা আইন থাকবে, সেই মতে আমরা আইনের শাসন কায়েম করবো।

তাতে করে কেউ বলবে না আমরা খারাপ রাষ্ট্র। [পুনশ্চঃ এম পি সাহেবকে কখনো আমি নিজে চোখে দেখি নাই, বা কোন ধরনের সম্পর্কও নাই। উনাকে প্লট করে লেখার কারণ শুধু আইনের বিষয়ের অবতারণা করা। ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.