আমাদের কথা খুঁজে নিন

   

আমের শহরে আম খেতে খেতে হয়রান

গত শনিবার ঢাকা থেকে বিদ্যার নগরী, আমের শহর রাজশাহীতে এসেছি একটি ট্রেনিং ফ্যাসিলিটেট করতে। থাকতে হবে সেই ২৩ তারিখ পর্যন্ত। রবিবার ও সোমবার হরতালের মধ্যেও ট্রেনিং চালিয়েছি। তবে সবচেয়ে বড় কথা হলো প্রচুর আম খাওয়া হচ্ছে। নানা জাতের আম।

বিকাল বেলা ট্রেনিং শেষে পদ্মার চরে ঘোরাঘুরি, রাস্তার পাশ থেকে আম কিনে খাওয়া, কোন বন্ধুর বাসায় গেলে সেখানে ও আম। আর ট্রেনিং এর টি ব্রেকে কমন আইটেম আম। আম, আম আর আম ..................। গতকাল আমার কলিগ ট্রেনিং শেষে ঘুরতে বের হয়ে রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম কিনে নিয়ে রুমে ফিরল। ফিরে সে মহা খুশী! রাজশাহীতে এসে নিজের হাতে আম কিনেছে, তা ও রাজশাহীর আম।

কিন্তু আমের চেহারা দেখে আমার মাথা নষ্ট, আমি নিশ্চিত এই আমে কার্বাইড ব্যবহৃত হয়েছে, তারপর ও তার চাপাচাপিতে একটি আম মুখে দিলাম, ওরে বাব্বা, এ কোন হিমসাগর, টক কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি। বেচারা ও আম মুখে দিয়ে একই অবস্থা। অভিমান করে বলল সে আর রাজশাহীর আম খাবে না। তার এই অভিমান দেখে কিছু না বললে ও আজ ট্রেনিং শেষে তাকে নিয়ে সাহেববাজার মোড় থেকে আমি ও হিমসাগর কিনলাম, আম দেখে সে অবাক, দুই দিনের আম দুই রকম অথচ দুই বিক্রেতা একই জাতের নাম বলছে। রুমে এসে আম খাব ভাবলে ও কলিগ সেখানেই আম খেয়ে টেস্ট করে বলল, "হালার ব্যাটা কাইল আমারে ঠকাইছে"।

উল্লেখ্য আমার ঐ কলিগ এর বাড়ি নোয়াখালী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।