আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম চাতক।

সেই প্রান্তর, খোলা আকাশ, সেই মেঠো পথ। মেঘেরা তখনো উড়ে বেড়ায় সিগারেটের ধোঁয়ার মতো। এই সব শুভ্র ধোঁয়ারা মেঘের মতো, কালে কালে জমে বুকের কোনায় ক্ষত। মেঘেরাও জমে, আকাশে বজ্রপাত ! জানি একদিন আমিও শিকার হবো যে কোনো সাধারন একটি বজ্রপাতে। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের মতো আমার আত্মাও অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বটে। হাজারো বছর ধরে নির্লজ্বের মতো ছুটে বেড়াবো, তোমার এপাশ, ওপাশ, চারিপাশ। নইলে সেদিন এমন কেন হলো? তুমি এলে, আর বনে গেলাম চাতক। শুধু তুমি ছিলে কুয়াশার মতো হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।