আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম স্বপ্ন



আজন্ম স্বপ্ন আমার স্বপ্ন গুলো হাতের পাতায় নিয়ে ঘুরে বেড়াই রূপালী বুননে কালজয়ি লৌকিক বন্ধন দূর বহু দূর থেকে প্রতিধ্বনী তুলে স্মৃতিময় ইতিহাস। বিলীন লোকালয় কারুকার্য খচিত জোড়ায়া দালান, অবারিত আকাশের নীল প্রকৃতি বিস্তীর্ণ বেলাভূমি সোহাগী হয়ে ডাকে অবিরত। স্বপ্নগুলো নেচে উঠে- বুকের গহীণে ঝিলিক দিয়ে উঠে অজানা প্রপাত- জলতরঙ্গের মুর্ছনায় মৎস্যকন্যার ডুব সাঁতার খেলায় ভাঙ্গে ঊর্মিমালা ভাব ভালোবাসা,স্নেহ-আবেগ স্বপ্ন আমার স্বপ্ন, জল কেটে কেটে মাথা থেকে নাচে হাতের মুঠোয় আমার স্বপ্ন গুলো হাতের পাতায় নিয়ে ঘুরে বেড়াই রহস্যময় অজানার অনাদি ভবিষ্যত; ইতিহাস-স্মৃতির কালক্ষেপন- অস্থির স্বর্নকমল যেন মাথার কোষে কোষে তুলে উত্তাল তরঙ্গ নেমে আসে হাতের পাতায় ঝরা কৃষ্ণচূড়ার মতন নাচে অবিরত র্ঘূণিপাকে উন্মত্ত হাওয়ায় ছন্দ তুলে বিলায়িত ভঙ্গীতে জড়িয়ে যায় বুকের সুকোমল কান্নার মাঝে স্বপ্নগুলো মাথা থেকে হাতের পাতায় হৃদয়ে ঘুরে দূরন্ত পায়ে পায়ে আর আমাকে বাজায় তুমুল আলোড়নে ডানা ভাঙ্গা আদি ভেনাসের রূপে স্বপ্নগুলো নেমে আসে বুকের ভিতর থেকে হাতের পাতায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।