আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম কলঙ্ক দাগ



তুমি যে পুরুষ
ঝাড়া গা,
ঝড়া পালক
রাজ হংসের মতো,
জলের তরলে তরঙ্গে
কলঙ্ক সরোবরে
মনের সুখে সাঁতার কেটে
সুখ স্নান সেরে
কূলে উঠে পাখা মেলে
ঝাড়া দিলে গা -
পাপ কিংবা জল
ফোটা ফোটা ঝড়ে
অথবা বাষ্প হয়ে
বাতাসের পিঠে বাতাস
নীলিমায় নীল মেঘ
বেদনায় পাখা মেলে
আকাশের অসীমে উড়ে;


নারীর গায়েই শুধু
লেগে থাকে আহা
সূর্য পুরুষের উষ্ণ ভালবাসা
আজন্ম কলঙ্ক দাগ চাঁদের গায়।
________________________

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।