আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান সংশোধন এবং তত্বাবধায়ক সরকার প্রশ্নে গণ-ভোট হতে পারে।তবু হরতাল নয় !

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... এবার সরকার এবং বিরুধীদলকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারন নির্বাচন বৈতরনী পার হওয়া এবং সরকার পরিচালনা এত সহজ ব্যাপার নয়।বিরুধীদল সবসময় কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকে।এই কথা মনে রাখা দরকার যে , যে সময় যায় ভাল যায়? আসে দিন আরো অধিকতর খারাপ। ১৯৯১ইং হতে ২০১১ তার জ্বলন্ত প্রমান। ওয়ান ইলেভেন পরবর্তী সরকার ব্যাবস্থা পরীবর্তন অবশ্যম্ভাবী ছিল ঠিক কিন্তু গণরায় কে উপেক্ষা করে নয়। বি এন পি আসন কম পেলেও তাদের একটা বড় জনসমর্থন আছে। তাই হরতাল প্রশ্নে এবং তত্বাবধায়ক সরকার এর গঠন প্রণালী উভয় দল ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। তবে তা যাহাতে কোন ভাবেই বিচার বিভাগকে বিতর্কিত না করে সেই দিকে বিশেষ দৃষ্টি রাখা দরকার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.