আমাদের কথা খুঁজে নিন

   

যশোর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চার অনুষদের ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে স্নাতক সনদ ও চারজনকে স্বর্ণপদক দেয়া  হয়।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পিছনে রয়েছে জনগণের অর্থ। এরপর চাকরিতে গিয়ে আপনারা যে কাজ করবন তাও জনগণের অর্থে। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা জনপ্রিয় সাহিত্যিক জাফর ইকবাল বলেন, দেশটি তরুণদের। তাদের জ্ঞান বুদ্ধি ও সৃজনশীলতা যখন যোগ হবে তখন দেশ এগিয়ে যাবে।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুস সাত্তার।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।