আমাদের কথা খুঁজে নিন

   

আমার বেবি ~ ফকিরনীর বাচ্চা !

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ... রিতু ও জয় ক্লাসমেট। ধানমণ্ডির একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে থাকে। পড়াশোনা করে একটি নামকরা প্রাইভেট ভার্সিটিতে। অসর্তকতার জন্য গর্ভে একটা বেবি চলে আসলো এবং অজ্ঞতাবশত তা বেশ সময় পরে টের পেল। অ্যাবরেশন ঝুকিপূর্ণ হয়ে যায়।

সুন্দর একটি বেবি হলো। এখানে তার ঠাই নাই। এই বেবিকে কিভাবে মারা যায়! গলাটিপে মারা অমানবিক হয়ে যায়! তাই ইনজেকশনের আশ্রয় নেয়া হল। এত জায়গা ! কিন্তু সামান্য মৃত বেবিটা ফেলারা যায়গা হচ্ছে না! অবশেষে বেবিটার জায়গা হল রাস্তার ডাস্টবিনে। যেখানে কুকুর তাকে ছিড়ে কামড়ে খাবে।

২. ডাস্টবিন থেকে পচা খাবার নিতে এসে মৃত বেবিটাকে দেখে আতকে উঠে রহিমা। ওমা বাচ্চা দেখি নড়াচড়া করে! জীবিত বাচ্চা ! রহিমা বাচ্চাটাকে বস্তিতে নিয়ে যায়। রিতু-জয় নিয়মিত ডাস্টবিনে নষ্ট খাবার ফেলে দেয়। বাচ্চাটা প্রতিদিন সেখান থেকে পেটপুরে খেয়ে যায়! ভালই প্রেম, ভালই আধুনিকতা, ভালই ডিজুস জেনারেশন। শুধু ভাল না দুর্গন্ধ ডাস্টবিন আর নোংড়া বস্তিগুলো! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।