আমাদের কথা খুঁজে নিন

   

এক'শো বছর আগের কবি সাহিত্যিক...

মনোজ বসু : ১৯০২ সালে, যশোর জেলার 'ডাঙাঘাট' গ্রামে মনোজ বসু'র জন্ম। বাগেরহাট ও কলকাতায় শিক্ষা সমাপন করে, কলকাতার বিদ্যালয়ে শিক্ষাব্রতী হিসেবে দীর্ঘকাল অতিবাহিত করেন। দীর্ঘদিন ধরে সৃজনমূলক সাহিত্য সৃষ্টি ও নিজস্ব প্রকাশনার ব্যবসায় লিপ্ত ছিলেন। গল্পকার হিসেবেও যথেষ্ঠ খ্যাতি ও যশে'র অধিকারি ছিলেন। ১৯৮৭ সালে তাঁর মৃত্যু হয়।

তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হ'ল--প্লাবন, নতুন প্রভাত প্রভৃতি। প্রমথনাথ বিশী : ১৯০১ সালে, রাজশাহী জেলার, নাটোর'(বর্তমান জিলা) এর জোয়ারী গ্রামে তাঁর জন্ম হয়। ১৯৩৩ সালে কলিকাতা বিশ্ব্বিদ্যালয় থেকে প্রাইভেটে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম, এ, পাশ করেন। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু হলেও, গদ্যে ও পদ্যে সমান দক্ষতা দেখিয়েছেন। ১৯৬০ সালে "কেরী সাহেবের মুন্সী" গ্রন্থের জন্য রবীন্দ্র' পুরস্কার পান।

৯১৮৫ সালে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ গুলি--কেরী সাহেবের মুন্সী, মেঘবলাকা প্রভৃতি। ---------X--------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.