আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ একশো রকম প্রেম

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো
তোর বা'র উঠোনে আমার একশো চুমুর মিছিল, তোর দেয়াল গাঁথে আমার একশো চিঠির তীর; তোর জানলা গলে ঢোকে একশো মোমের আলো, তোর ঘুম বাড়িতে করে একশো স্বপন ভীড় । তোর বইয়ের ভাঁজে আমার একশোটা কবিতা, তোর চায়ের কাপে আমি একশো আদর রাখি; তোর স্নানের জলে মেশে একশোটা দুষ্টুমি, তোর কাঁচের চোখে জ্বলে একশোটা জোনাকি । তোর ক্লান্ত শরীর - আমার একশো ঘুমের গান, তোর একলা আকাশ আমার একশো রঙিন ঘুড়ি; আমি নাম রেখেছি তোর একশোটা আদুরে, আমার একশো গোলাপ, তোর পাঁপড়ি ছেঁড়ার দেরী ! আমার একশো ফানুস - তোর সন্ধ্যে রাতের তারা, তোর একশোটা রূপ, পাই সব ক'টাকেই ভালো; তোর একশো কাঁটা আমার হৃদয় চিরে গেছে, তুই দিসনি দেখা এমন একশো বছর গেলো ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।