আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা... আমরা সম্ভবত ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছি। সংবাদ মাধ্যমের টকশো থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় সরকারের মদদপুষ্টরা রাজত্ব করছে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চর্চার চেয়ে গণতন্ত্র প্রতিহত করাই যদি সরকারের কাজ হয় তো এইসব ভোটাভুটির খেলা না খেললেই হয়। আমরা ভোট দিয়ে কোন স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসাতে চাইনা। বাঙালীর ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে কেউই নিস্তার পাবে না। কোন নাটকই রাজপথে চলবে না। সেটা রাজনীতিবিদদের মনে রাখতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।