আমাদের কথা খুঁজে নিন

   

অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে বলেছেন অগণতানি্ত্রক শক্তি যেন দল ও মতের ভিন্নতার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করতে না পারে।
 
তিনি নিজ কার্যালয়ে আজ গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রী জনগণকে উদ্দেশ্য করে বলেন, বহুদলীয় গণতন্ত্রে দল ও মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এর সুযোকে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে।'
 
প্রধানমন্ত্রী গাজীপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে একযোগে কাজ করে এলাকার উন্নয়নের আহ্বান জানান। সেই সঙ্গে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপদষ্টো ড. মশিউর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.