আমাদের কথা খুঁজে নিন

   

অগণতান্ত্রিক শক্তিই কি ক্ষমতা নিচ্ছে...



নির্বাচন কমিশন আগামি ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচনের জন্য একটি আসনে প্রায় সকল দলের একাধিক নেতা গণসংযোগ শুরু করেছেন। সংলাপ, নিবন্ধন, আসন সীমানা, দুই নেত্রীর নির্বাচনে অংশগ্রহণ ও তাঁদের নামে দায়ের করা মামলা, আদালত ইত্যাদি কারণে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবারও জনমনে আশংকা দেখা দিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হিসেবে জরুরি অবস্থা সামনে চলে এসেছে। সরকার পরিস্কার করে বলেছে, নির্বাচন জরুরি অবস্থার মধ্যেই হবে।

যুদ্ধাপরাধী, জামায়াতের বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতাও পরিস্কার বোঝা যায়। এই সরকার এর বড় বড় ব্যক্তিরা যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে তা আর কার্যকর না করার কারণ কি? সবমিলিয়ে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচনের জন্য সত্যিকারের পরিবেশ গড়ে ওঠেনি। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর বলে তাদের বিগত ২০/২১ মাসের কর্মকান্ডে প্রমাণিত হয়নি। আর তাই নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সংশয়। কেউ কেউ বলছেন যে, হয়ত কোন অগণতান্ত্রি, অপশক্তি দেশের মানুষের বুকে চেপে বসতে পারে।

এই অবস্থায় করণীয় কি? দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল ছাড়াও অন্যান্য দলগুলোর ভেতরের গণতন্ত্রহীনতা, ব্যবসায়িক আচরণ, ক্ষমতালিপ্সু মনোভাব, দুর্নীতি, লুটপাট, আর তালগাছ পেলেই সিদ্ধান্ত মানি এমন আচরণের জন্যই রাজনৈতিক ক্ষেত্র থেকেও আন্দোলন-সংগ্রামের বিষয়ে তেমন কোন শক্ত অবস্থান নেই। এই অবস্থায় জনমনে একটি প্রশ্ন, ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন হবেতো???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.