আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি কি বিচিত্র এই দেশ!!!

আতাউর রহমান কাবুল আতাউর রহমান কাবুল আমার গ্রামের বাড়ী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। অনেক দিন থেকে গ্রামে যাওয়া হয়না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করায় আমাকে বাধ্য হয়ে গ্রামে যেতে হলো। বাধ্য হয়ে বললাম এজন্য যে-আমি বড় ভাইয়ের নির্বাচন করার মত কাজের ঘোর বিরোধী ছিলাম। এজন্য রাগ করে গত ঈদে বাড়ী পর্যন্ত যাইনি।

এলাকার প্রচুর মানুষের অনুরোধে অবশেষে বছর খানেক পর গ্রামে গিয়ে দেখলাম- ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার বড় ভাই আনোয়ার হুসাইন (খোকন) এর আনারস প্রতিকের পক্ষে বিশাল গন জোয়ার। বিশেষ করে আমার মরহুম বাবার ইমেজ ও আমাদের চার ভাইয়ের সুনাম এলাকায় মুখে মুখে। মোটর সাইকেল নিয়ে যখন বিভিন্ন জায়গায় গিয়েছি-তখন মানুষ যা বলত তাতে তাদের ভালবাসা দেখে বিমুগ্ধ হতাম। অনেক নাকি রোজা, মোমবাতী মানত করেছে ভাইয়ের বিজয়ের জন্য। সারাদিন এমনকি গভীর রাত পর্যন্ত এলাকার তরুন, বৃদ্ধরা কাজ করেছে বিনা টাকায়।

যখন যাকে যা বলা হত-সঙ্গে সঙ্গে তড়িতগতিতে করে ফেলত। এসব দেখে মনে হল-ঢাকার যান্ত্রিক ও নাভিশ্বাস জীবন বাদ দিয়ে গ্রামে ফিরে আসি। তবে আমার চ্যালেঞ্জ ছিল টাকা দিয়ে ভোট কিনব না, এতে চেয়ারম্যান হোক বা না হোক। আমাদের বিন্দুমাত্র এমন উদ্দেশ্য ছিল না যে ১০ লাখ খরচ করে চেয়ারম্যান হলে ২০লাখ ইনকাম করব। তবে আশংকা হলেও এটা বিশ্বাস করতে পারছিলাম না যে সামান্য কয়টা টাকা দিলে মানুষ অযোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে।

কিন্তু গত ১ জুন নির্বাচনের পর ফলাফল শুণ্য। আমার ধারনা ভুল প্রমানিত হলো। টাকা পেয়ে রাতারাতি মানুষ উল্টে গেল। তারা এমন একজন অপরিনত বয়সী ছেলেকে নির্বাচন করল-যে কিনা মেয়েদের উত্তক্ত করার অপরাধে প্রকাশ্য বিচারে কান ধরে উঠবস পর্যন্ত করেছে, ফেনিসিডিল বিক্রি ও সেবনের দায়ে যাকে বিডিআর পিটিয়ে এক সময় আধমরা করেছে। এলাকায় সন্ত্রাসী দলের নেতা বলে পরিচিত সে-ই এখন জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান।

সত্যি কথা-এর জন্য বিন্দুমাত্র আমার মনে কষ্ট নেই। বরং একটা নতুন অভিজ্ঞতা হলো। আমি অনেক হাসি খুসি ছিলাম ফলাফল জানার পর থেকে। সেই রাতেই গরু জবাই করে সবাইকে খাওয়াতে চাইলে তাতে অবশ্য অনেকে বাধাঁ দিল। সত্যি কি বিচিত্র এই দেশ!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.