আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথার গল্প

ভালো লাগে...ভালোবাসতে... ছোটবেলায় পড়েছিলাম কত রূপকথা, সেখানে ছিল অনেক রাজা আর রাণীদের কথা। “এক যে ছিল রাজা আর এক যে ছিল রাণী...” রূপকথার সেসব গল্প আমরা সবাই জানি। হয়তো সেসব রূপকথা, শুধুই নিছক গল্প হয়তো কিছু সত্য, নয়তো কথা-কল্প! তবুও হয়তো কখনও মনের অজান্তে, হারিয়ে ফেলি নিজেকে সেই রূপকথার মাঝে। কল্পনার খেয়ালে সাজাই রূপকথা রূপকথার সেই নগরে নিজেই রাজকন্যা! কল্পনায় বিভোর সেই রাজকন্যা ভাবে- কবে আসবে রাজপুত্র ঘোড়ার পিঠে চড়ে? নিয়ে যাবে কবে তাকে সাত সমুদ্র পরে! নিষ্ঠুর ঘড়িটা হঠাৎ বেজে ওঠে! কল্পনার খেই হারিয়ে ফেলি গোলকধাঁধাঁর মাঝে। এতো নয় রূপকথা, নয় কল্পনা। এতো সেই জীবন যেথায় শুধুই বাস্তবতা! সব রাজকন্যার সপ্নেই রাজপুত্র থাকে, কিন্তু রূপকথার সেই গল্পের মত সবার রাজপুত্র কি আসে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।