আমাদের কথা খুঁজে নিন

   

দেশেই তৈরি হচ্ছে জন্মনিরোধক সামগ্রী

I never knew how to worship until I knew how to love. সম্প্রতি জানা গেছে, দেশেই তৈরি হচ্ছে জন্মনিরোধক সামগ্রী। সরকার নিয়ন্ত্রিত কারখানায় এই উৎপাদন শুরু হয়েছে। জানা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগ সরকারি কর্মসূচিগুলোতে স্থানীয়ভাবে তৈরি এই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করবে। সরকারি তরফে জানা গেছে, স্থানীয়ভাবে পুরুষের ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরির ফলে বিদেশি সংস্থার ওপর নির্ভরশীলতা কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খুলনায় অবস্থিত সরকারী এসেনশিয়াল ড্রাগ কোম্পানিটির কারখানায় এই জন্মনিরোধক তৈরি করা হচ্ছে। জানা গেছে, কোম্পানিটি এবছরের মে মাসে আড়াই কোটি ইউনিটেরও বেশি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সরবরাহ করবে। জানা গেছে, কারখানার উৎপাদন ক্ষমতা প্রতিদিন দেড় লাখ ইউনিট। আর কোম্পানির লক্ষ্যমাত্রা হলো বছরে ১৫ কোটি ইউনিট জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরি করা। উল্লেখ্য, বাজারে এখন ৮৭ ব্র্যান্ডের কনডম রয়েছে; যার প্রায় সবই বিদেশ থেকে আমদানী করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.