আমাদের কথা খুঁজে নিন

   

চলুন একটু ঘুরে আসি ৪

গান গাই, আর মনরে বুঝাই চলুন একটু ঘুরে আসি ৩ ২৮ মে রাতে আমরা বোস্টন থেকে রওনা দিলাম ওয়াশিংটন ডিসি এর উদ্দেশ্যে। সারাদিন Harvard, MIT ক্যাম্পাস, আরো নানা জায়গা দেখে অনেক ক্লান্ত ছিলাম সবাই, তাই বাসে উঠেই ঘুমানোর প্রস্তুতি নেয়া শুরু করলাম। সাধারনত বাসে ভির কম থাকে, ফলে সাথের ব্যাগ গুলো পাশের সীটে রেখে আরামে ঘুমানো যায়। কিন্তু বিধি বাম, সময়টা লং উইকেন্ড এবং মেমোরিয়াল ডে... আমেরিকার রাজধানীতে তাই অনেক মানুষের ঢল। এযাত্রায় বাসে প্রচন্ড ভির, ঘুমের আশা বাদই দিতে হলো।

আমাদের প্ল্যান ছিল সকালে ডিসি তে পৌছে হোটেলে ব্যাগ-ট্যাগ রেখে সাথে সাথে ঘুরতে বেরিয়ে পরব, বুঝে গেলাম সেটি আর হচ্ছেনা, সবারই সারারাত প্রায় নির্ঘুম কেটেছে। ডিসিতে নেমে আরো ঝামেলায় পরলাম। যে মেট্রোতে করে আমাদের হোটেলে পৌছানোর কথা, সেটি বন্ধ! হায়রে কপাল! শুরু করলাম লোকাল বাস খোজা, কোনটা হোটেলের দিকে যাবে। মানুষকে জিগ্যেস করে-টরে তিনবার বাস চেন্জ করে যেখানে পৌছলাম সেখান থেকে হোটেল আরো প্রায় ১০ মাইল এবং এখান থেকে আর কোনো বাস সার্ভিস নেই। উপায়ন্তর না দেখে ফোন দিলাম হোটেলে, ভাই আমাদের উদ্ধার করেন।

৪৫ মিনিট পর হোটেল থেকে একটা টেক্সী পাঠানো হলো। যাহোক, গোসল সেরে লাঞ্চ করে বের হতে হতে প্রায় বিকেল হলো। আবার এত গুলা বাসের ঝামেলায় না যেয়ে এবার সরাসরি ডিসি পর্যন্ত টেক্সী নিলাম। আধ ঘন্টার মত লাগলো ওয়াশিংটন মনুমেন্ট এর কাছাকাছি পৌছতে, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এর স্মরণে তৈরী এই লম্বাকৃতির মনুমেন্ট। চারপাশে জাতীয় পতাকা দিয়ে ঘেরা।

এখান থেকে একটু হেটে গেলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেমোরিয়াল । এই মেমোরিয়ালটি দেখতে বেশ সুন্দর। মাঝে অনেকগুলো ঝরনা আর চারপাশে ৫৬ টি স্তম্ভ। অনেকে দেখলাম ঝরনার পানিতে পা ডুবিয়ে বসে আছে। ডিসি হচ্ছে মনুমেন্ট, মেমোরিয়াল আর মিউজিয়াম এর শহর ।

একদিনে সব দেখা সম্ভব নয়। ইরাক আর আফগানিস্তান বাদে আর যতগুলা যুদ্ধে আমেরিকা অংশ নিয়েছিল প্রায় সব গুলার স্মরণেই মেমোরিয়াল রয়েছে। এছাড়াও আছে লিংকন মেমোরিয়াল , জেফারসন মেমোরিয়াল, মার্টিন লুথার কিং মেমোরিয়াল এবং আরো অনেক। সুবিধা হচ্ছে এই সব গুলিই কাছাকাছি, হেটেই যাওয়া যায়। পরদিন মিউজিয়াম গুলো দেখার প্ল্যান করে হোটেলে ফিরে গেলাম।

চলবে...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.