আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার মিরপুর অবহেলার চরম শিকার

ভালো। আমরা ঢাকার মিরপুরবাসীরা চরমভাবে অবহেলার স্বীকার। এই এলাকায় যারা থাকেন কেবল তারাই জানেন এই এলাকার লোডশেডিং এর দূর্ভোগের কথা। রাস্তাঘাট বিদ্যুৎ পানি সহ অবকাঠামোগত অনেক নাগরিক সুযোগ সুবিধার অনেক কিছুই আমাদের সঠিক ভাবে দেওয়া হয় না। তার উপর এই প্রচন্ড গরমে বিদ্যুৎ বিভাগের অজানা আক্রোশের স্বীকার হয়ে এই এলাকার লোকজন তীব্র কষ্টে দিন কাটাচ্ছে।

এই গরমে শিশু এবং বৃদ্ধদের কষ্ট দেখলে খুবই খারাপ লাগে। যেখানে ঢাকা শহরের অন্যান্য অংশে দৈনিক ৩/৪ ঘন্টা লোডশেডিং হয় সেখানে মিরপুরে হয় ৭/৮ ঘন্টা। সকাল ৭টা রাত ১ টার সময়েও নিয়মিত কারেন্ট চলে যাচ্ছে। ঢাকা শহরের শতকরা ৬০ ভাগ লোক যেখানে বসবাস করে সেখানে অন্ধকার রেখে সরকার কাদের স্বার্থে কোন কোন এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেন?আমাদেরই বা দোষ কি?স্বাধীনতার পর কোন সরকারই এই এলাকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করে নাই বরংচ এই এলাকাকে পরিনত করেছেন সন্ত্রাস আর অবৈধ মাদকের আখড়ায়। মিরপুর যেখানে একটি পরিকল্পিত সুন্দর এলাকা হতে পারত সেখানে গড়িমসি আর সদিচ্ছার অভাবে মিরপুরকে ঘিরে নেওয়া হয়নি কোন মাস্টারপ্ল্যান।

শুধু উন্নয়ন এবং সংস্কারের নামে গত ৪০ বছরে লুটপাট করা হয়েছে কোটি কোটি টাকা। যথাযথ কর্তৃপক্ষের কাছে তাই অনতিবিলম্বে এই এলাকার আস্বাভাবিক লোডশেডিং বন্ধ করার আবেদন করছি এবং একক ভাবে কোন বিশেষ এলাকায় আক্রোশপূর্বক লোডশেডিং না করে ঢাকা শহরের সবএলাকায় সমভাবে লোডশেডিং করার জন্যও অনুরোধ করছি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।