আমাদের কথা খুঁজে নিন

   

মনোবল ফিরিয়ে আনতেই বিএনপি ইস্যুহীন হরতাল ডেকেছে :: মাহবুবুল আলম হানিফ

রফিকুল ইসলাম ::::---বিএনপির ডাকা রোববারের হরতালের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলেছেন, হরতালের নামে নৈরাজ্য, ভাংচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রাজধানীর সূত্রাপুরের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের জনসমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। নারীনীতি-বিরোধী অপপ্রচার, যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র এবং মৌলবাদী ধর্মান্ধ জঙ্গি ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। বিএনপির হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো অবস্থান নেই। তবে হরতালের নামে যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে সরকার বসে আঙুল চুষবে না। জনদূর্ভোগ সৃষ্টি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়ার সাম্প্রতিক বিদেশ সফরের সাফল্যকে 'ঘোড়ার ডিম' উল্লেখ করে তিনি বলেন, 'কোটি টাকার মিশন ব্যর্থ হওয়ায় খালেদা জিয়া তার দলের হতাশ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদের নামে হরতাল দিয়েছেন। খালেদা জিয়া ছাগল আর ভেড়ার পার্থক্য বোঝেন না। তাকে নারীনীতি বুঝিয়ে লাভ নেই। ' সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আওয়ামী লীগ হরতাল ও আন্দোলনের মাস্টার। আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া এ দলকে হরতালের ভয় দেখিয়ে লাভ নেই।

বিএনপি আড়াই বছরেই হাঁপিয়ে উঠেছে। তবে জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে। খালেদা জিয়ার কথায় দেশ ও সংবিধান চলবে না। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ নয়, আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলে বিএনপি আদালতের রায়ও মানছে না।

তারা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডেকেছে। আদালতের বিরুদ্ধে ডাকা এ হরতাল জনগণ মেনে নেবে না। বিএনপি নেতাদের হুঙ্কার কেবল মিডিয়ায় বলে মন্তব্য করেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.