আমাদের কথা খুঁজে নিন

   

বাবাকে মনে পড়ে!

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই। বাবাকে মনে পড়ে! খুব খুব মনে পড়ে!! বাবা বেশীরভাগ সময়ই অসুস্থ্য থাকতেন। যখন হোস্টেল (যখন ছাত্র ছিলাম) এর গেটে ফোন আসত মনে মনে ভয় পেতাম বাবা বুঝি আর নেই! ব্যগ ট্যাগ গুছিয়ে বাড়ীতে চলে আসতাম তাড়াতাড়ি। কিন্তু ২০০২ সালের ২ জুন যে খবরটা এসেছিল কলেজ গেটের ডাক্তার আংকেলের কাছে সেটা ছিল অন্যরকম কেন জানি বুঝে ফেলেছিলাম বাবা সত্যি সত্যিই আর নেই! বাড়ী আসলাম। বাবার মৃত দেহটা দেখলাম।

অনেক কাদলাম। ছোট ভাই মা সবাইকে সান্তনা দিলাম। তারপর বাবাকে কবরে নামালাম। ৯ টি বছর চলে গেছে, কিন্তু বাবাকে, বাবার স্মৃতিগুলোকে মন থেকে মুছে ফেলতে পারিনি এক মুহুর্তের জন্যও। আগামী জুনের ০২ তারিখ, বৃহষ্পতিবার বাবার ৯ম মৃত্যুবার্ষীকিতে সবার কাছে দোয়া চাই।

আমার বাবাকে আল্লাহ্ তায়ালা যেন বেহেশ্তবাসী করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।