আমাদের কথা খুঁজে নিন

   

বাবাকে মনে পড়ে!

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই।

বাবাকে বড় মনে পড়ে! আজ ২ জুন, বাবার ৮ম মৃত্যুবাষিকী। ২০০২ সনের জুন মাসের এই দিনে আমার বাবা ইহকালের সকল মায়া ত্যাগ করে পরকালে পারি জমিয়েছিলেন! বাবার বড় স্বপ্ন ছিল আমাকে ইন্জিনিয়ার বানানো। আজ বাবা নেই কিন্তু বাবার হাতে গড়া ইন্জিনিয়ার জহুরুল কাইয়ুম দিব্যি বিল্ডিং এর প্ল্যান/ডিজাইন করে যাচ্ছে। নিয়তির কি অদ্ভুত খেলা।

মানুষ যখন কোন কিছু করে তার আগে কত পরিকল্পনাই না করে। কিন্তু এই মানুষ কি জানে বিধাতা তাকে নিয়ে কোন পরিকল্পনা করে রেখেছে। একদিন এই পৃথিবীর মায়া সাঙ্গ করে আমরা সবাই চলে যাব। নেপোলিয়ান বলেছিলেন ''আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেবো। '' মিঃ নেপোলিয়ান কি জানেন তার এই ক্রাইটেরিয়ার বাইরের একজন মানুষ আমার মা এবং বাবা এবং তাদের ঘরে জন্ম নেয়া ৭ জন ছেলের সবাই আজ গ্র্যাজুয়েট।

আসলে এই পৃথিবীর সব কিছুই প্রকৃতির দান! কে যে কখন কিভাবে উপরে ওঠে আবার হঠাৎ করে নিচে পড়ে যায় তা কি কেউ কোন দিন বলতে পারে? বাবার জন্য আমি আজ কিছুই করতে পারছি না, শুধু দোয়া চাওয়া ছাড়া। বাবার এই মৃত্যুবাষিকী উপলক্ষে সবার কাছে শুধু প্রান ভরে দোয়া চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।