আমাদের কথা খুঁজে নিন

   

বাবাকে খুজি

পাখি এক্সপ্রেস

( উৎসর্গ- সন্ত্রাসীদের গুলিতে নিহত সকল বাবাকে) অনেক কথায়ই বলো মাগো, এবার বাবার কথা বলো কোন সে দূরে লুকিয়ে আছে সেখানটাতেই চলো। তোমার বাবার গল্প বলো- তার সুন্দর একখান মুখ নানুর কথা বলেই তোমার গর্বে ফোলে বুক। কতশত গল্প বলো বাবার গল্প কোথায় ফুলের গল্পে পাখির গল্পে পুরো রাতযে কাটাই। তোমার বাবা যুদ্ধে গেছে সেই একাত্তরে স্বাধীনতার গল্প শুনি মনপ্রান জুড়ে। তোমার বাবা যে যুদ্ধে দিয়েছিলো জান আমার বাবাওকি সেই যুদ্ধে হারিয়েছে প্রাণ? মাগো, রাত এখনও অনেক বাঁকি আমাকে আর দিও না ফাঁকি হাতে ধরি মা পায়ে ধরি বাবার কথা বলো কোন সে দূরে লুকিয়ে আছে সেখানটাতেই চলো।

ছোট্ট খোকা কিশোর হলো, পুসিটা যে বাচ্ছা দিলো এখনও কি হয়নি সময় বাবার কথা বলার? আমার বাবা কেমন বাবা সাধ যে বড় জানার। অতকথা শতকথা, ডানাকাটা পরীর কথা সব কথায়ই বলো মাগো বাবার কথা ছাড়া বাবার কথা বললেই কেন হ্ও পাগল পারা? বন্ধুরা সব বাবার কথা বলে হলো সারা খুবযে কষ্ট বুকের ভেতর আমি পিতৃহারা। আজ তোমাকে বলতেই হবে আমার বাবার কথা মাগো, ওমা, তোমার চরণ চুমি দিও না আর ব্যথা। ওরে আমার পাগল ছেলে, কাঁদে বুঝি দুঃখ পেলে বাবা নেইতো কি হয়েছে, মা যে আছে পাশে বাবা যেমন ভাসতো ভালো- মাও তেমন বাসে। ঐযে ঐ কবরটা দেখ, পাশে রক্তজবা ঝুলে সেখানটাতেই ঘুমিয়ে আছে আমাদেরকে ভুলে।

বন্ধুদেরকে বলে দিস, তোর বাবা ঘুমোয় প্রতি রাতে, নিশী রাতে তোর কপাল চুমোয়। কোন সে পরী ঘুম পাড়ালো আমার বাবাকে? বাবা কেন সাথে নেয়নি তোমাকে, আমাকে? বল না মা বলো বাবার ঘুমের কথা বলো। মাতৃভূমি স্বাধীন হলো আমার বাবার মৃত্যুতে আর তোর বাবা মরলো সেথায় সন্ত্রাসীদের গুলিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।