আমাদের কথা খুঁজে নিন

   

তাহার মত তুমি আমায় কভুও ভালবাস নাতো ??

অলির ও কথা শুনে বকুল হাসে... কই, তাহার মত তুমি আমার কথা শুনে হাসো নাতো ? ধরার ও ধূলিতে যে ফাগুন আসে কই, তাহার মত তুমি আমার কাছে কভু আসো নাতো ? আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায়গো উড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে... কই, তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো নাতো ? চাদেঁর আলোয় রাত যায় যে ভরে... তাহার মত তুমি করোনা কেন ওগো ধন্য মোরে ? যেমন করে নীড়ে একটি পাখি সাথিরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে সে ভালবাসে... কই, তাহার মত তুমি আমায় কভুও ভালবাস নাতো ??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।