আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ে নিন ফেসবুকের লগিন সিকিউরিটি।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। ফেসবুক এর জনুপ্রিয়তার পাশাপাশি এর সকল ইউজারের একাউন্ট হ্যাকিং এর ঝুকিও বেড়ে গেছে। তাই আপনার ফেসবুক এর সিকিউরিটি বাড়িয়ে নিন যাতে করে যে কেউ আপনার একাউন্ট হ্যাক করার চেষ্টা করলে আপনি বুঝতে পারেন। ফেসবুক চালু করেছে ২ ধাপ বিশিষ্ট লগিন সিষ্টেম। অর্থাৎ আপনি যখন ফেসবুক এ ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন তখন ফেসবুক আপনার মোবাইলে একটি কোড এসএমএস করে পাঠাবে।

এই সিকিউরিটি কোড দেবার পর আপনি ফেসবুক এ লগিন করতে পারবেন। এর জন্য আপনাকে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে। ১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। ২।

এবার Account হতে Account Settings এ যান। ৩। এখন Account Security ক্লিক করুন। ৪। এখানে Require me to enter a security code sent to my phone এর চেক বক্সে টিক দিন এবং Save করুন।

এখন হতে আপনি যতবার ফেসবুক এ লগিন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন করবেন ততবার ফেসবুক আপনাকে একটা এসএমএস পাঠাবে যাতে একটি সিকিউরিটি কোড থাকবে যা লগিন এর সময় দিতে হবে। যদি আপনি আপনার মোবাইল নম্বর ভেরিফাই করে না থাকেন তাহলে আপনাকে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে। ১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। ২।

এবার Account হতে Account Settings এ যান। ৩। এখন Mobile ট্যাবে ক্লিক করুন। ৪। যদি আপনি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন তাহলে fb লিখে 2555 এ SMS করুন এবং Already received a confirmation code? এ ক্লিক করুন এবং আপনার মোবাইলে আগত কোডটি Confirmation code এর ঘরে লিখে কনফার্ম করুন।

আর অন্য কোনটা ব্যবহার করে থাকলে Add another phone এ ক্লিক করুন। আপনার মোবাইল প্রোভাইডার সিলেক্ট করুন এবং নির্দেশনা অনুসরন করুন। প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।