আমাদের কথা খুঁজে নিন

   

সাম্যের ডাক

জুলুম অত্যাচারে আমি আসি ফিরে প্রতিষ্ঠা করতে ন্যায় বিচার। মহাকাল জয়ে আমি মহা আত্না হয়ে এসেছি বহুবার। পাগলা জাহাঙ্গীর । .। .।

.। .। .। .। .।

.। বাঁচার জন্য এক মুঠো অন্ন জুটে না কত ঘরে মানুষ পণ্য মানবতা শূন্য লুটায় হা হা করে। নিজের জন্য হয়েছি বন্য মনুষত্ব্য বহু দূরে। বাঁচার অন্ন বিলাসের জন্য নষ্ট কত ভোজের ঘরে। ধনী ধন্য গরীব নগন্য বিশ্ব জগৎ জুড়ে।

মানুষের জন্য মানুষ ধন্য ভালবাসা আপন করে। অভাব দৈন্য বৈষম্যের জন্য সাম্যের সুরে দূর কর তারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।