আমাদের কথা খুঁজে নিন

   

আলটিমেট দাদাবাবু ................. এবং.............. ফানপোস্ট

আমি দেখিনি , আমি শুনিনি , আমি বলিনি অনেক কিছুই....। কোলকাতার দাদাদের নিয়ে কিছু পোস্ট পড়লাম , ভালো মজা পাইছি তাই ভাবলাম আমিও একটা দেই । তবে আমারটা কোনো টানা গল্প না হয়ে মনে হয় খাপছাড়া হয়ে যাবে। তাদের নিয়ে শোনা কিছু ঘটনার ও প্রচলিত মজার কথার অংশ বিশেষ ................. ১। আমার এক কাজিন কোলকাতায় বেড়াইতে গিয়া বেনসন কিনতে গেছে.........দোকানদারের প্রশ্ন '' দাদা বেনসন নিচ্ছেন বলি সেলারি কত ???? '' ২।

সেই কাজিন কোলকাতায় গিয়ে হোটেলে মালপত্র রেখে বন্ধুর সাথে তার এক মামার বাড়ী গেছে দেখা করতে তবে মনে প্ল্যান ছিলো ঐ বাড়ীতে ওঠার , তো মামা বলে উঠলেন '' এইবারতো হোটেলে উঠলে পরেরবার আমাদের এখানে উঠো কিন্তু '' ৩। সেই কাজিনই খাইতে গেছে হোটেলে , তো ওরা নাকি সালাদ ফ্রি দেয় না । অর্ডার দেয়ার পর যা আসলো তা হইলো একটা মরিচ, এক স্লাইস পেয়াজ আর এক টুকরা গাজর .....................বিল ??? ৬৫ রুপি । ৪। এক বন্ধু গেছে কোলকাতায় তার বন্ধুর সাথে তার রিলেটিভের বাড়ীতে।

তাদের দুপুরের খাবার দাওয়াত দেয়া হইছে এই বলে '' দুপুরে চলে এসো কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ডগা হবে আজকে , যা হবে না মাইরি '' ৫। আমার এক ম্যানেজার ছিল কোলকাতার । ও জন্ম থেকেই লন্ডন থাকে । তো ও নাকি একবার কোলকাতা গেছে বেড়াইতে , গিয়া দেখে ওর কাজিন মাছ কিনে এইভাবে '' দাদা দুশ গ্রাম মাছ দিনতো বাড়ীতে আজ মেহমান এসেছে '' ৬। কোলকাতায় নাকি দুশ গ্রাম মিস্টির প্যাকেট পাওয়া যায়।

৭। আমার বাপের কাছ থেকে শোনা .........গ্রামের কোন লোক নাকি কোলকাতায় ব্যবসা করে । বাপ গেছিলো কোলকাতয় বাড়ইতে , তো একদিন সকালে ঐ লোক তার দোকান খুলতাছে , বাপে তারে জিগাইছিলো নাস্তা করছে নাকি ??? লোকের উত্তর '' শাতার উঠাচ্ছি দাদা , হ্যা জুস খেয়ে নিয়েছি '' ৮। বাপের কাছ থেকে শোনা দাদা দুটো ডিম রেধেছিলুম দুজনে যা খেলুম না ৯। বাপের কাছে শোনা..... ''দাদা ছোন্দেবেলায় এসেছেন তাই আদ্দেক মিষ্টি দিলুম পোরোটাই শেছকরবেন কিন্তু আর আপনি তো মিষ্টি পছন্দ করেন তাই চায়ে আদ্দেক চামচ চিনি দিয়েছি '' এই পোস্টটা নিতান্তই ফান পোস্ট ।

কেউ সিরিয়াসলি নিয়েন না পিলিজ লাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.