আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় হবার শর্টকাট তরিকা কাউরে খোচা মাইরা ব্লগ লিখা?

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন বাংলাদেশে ব্লগিংটা নিয়ে ধীরে ধীরে হলেও সবাই আগ্রহী হয়ে উঠছে। ব্লগিং এর মাধ্যমে বিশাল একটা জনগোষ্ঠীর কাছে আমরা এখন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি। আগে যেখানে লেখালেখিটা ছিল গোটা কয়েক বুদ্ধিজীবির চিন্তা, ভাবনা ও রির্সাচ এবং পত্রিকার পাতায় ভারী ভারী শব্দের ব্যবহার । সেখানে ব্লগিং পুরাই নতুন একটা ধারা সৃষ্টি করছে। যেখানে আমি আমার সাধু চলিত ভাষার দূষনে নিজের মন মত লিখে চলেছি, মত প্রকাশ করছি।

কিন্তু এই মত প্রকাশের অধিকারটা যদি শুধু মত প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকত, তাহলে কোন কথা ছিলনা। আমরা নিজেদের মত প্রকাশ করতে গিয়ে কখনও কখনও অন্যর মতামত প্রকাশের স্বাধীনতা হরন করে ফেলি। ব্লগ যখন ধীরে ধীরে একটা শক্তিতে পরিনত হচ্ছে ঠিক তখনই কিছু কিবোর্ড সর্বস্ব ব্লগার(যারা শুধু বাংলায় লিখতে পারে) তাহারা নিজেদের জ্ঞান বৃদ্ধি উজার করিয়া ডালিয়া দিয়া ব্লগকে অশান্ত করার জন্য বেশ ভালো ভুমিকা রাখছে। ব্লগকে ব্যবহার করে এ টিম থেকে শুরু করে অনেকেই যেমন জনপ্রিয় হয়েছেন তেমন বির্তকিত ব্যাক্তির অভাব নেই এই ব্লগে। তো জনপ্রিয় হবার এই শটকার্ট তরিকাটা আমাদের আলসে বাঙ্গালীদের মাথায় ভালোই ডুকছে।

নিজেরে হিট বানানোর এই শর্টকাট তরিকা থাকবে আর আমরা সেইটা ব্যবহার করবো না তা কি হয় না হয়েছে কোন কালে। এই সুযোগটা নিয়া আমরা ১৮+ পোষ্ট দেই, তার পাছায় চুলকাই, নিজেরে হনু বানাই । গত কয়েক দিনের ব্লগিয় ক্যাচাল এবং ছাগুদের খাউজানি, নাস্তিকদের অহেতুক ক্যাচাল লাগানোর ধান্ধা এসব দেখে মনে হচ্ছে যে ব্লগটা এখন শুধু কিবোর্ড মোল্লাতে ভরে গেছে। আমার ধারনা কয়েকদিন পর রাজণৈতিক নেতারা মিছিল, মিটিং, ইলেকশন বাদ দিয়া ব্লগ লেখা শুরু করবো জনপ্রিয়তার জন্য। কারন যুক্তি বুদ্ধি দিয়া লেইখা হিট হওয়ার চেয়ে বরং কারো পাছা চুলকায়া হিট হওয়াটা অনেক সহজ ।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলছিল যে "আমি দীর্ঘ কোন কাজের জন্য আলসে লোক বাছাই করবো কারন সে আলসেমীর কারনে অবশ্যই একটা শর্টকাট বের করবো। " আর বাঙ্গালী যে চুড়ান্ত আইলসা তা সর্বজন বিদিত সত্য। সো হিট হইতে চাইলে এখন কি কারো পাছা চুলকায়া একখান পোষ্ট দেন। বাকীটা দেখেন........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।