আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

নষ্ট সময় যাচ্ছে আমার কিংবা আমাদের চারিদিকে দেখো নষ্টদের জয় জয়কার নষ্ট না হলে তোমাকে কেউ চিনবে না নষ্ট না হলে তোমাকে কেউ করবে না প্রণাম, নষ্ট না হলে তোমার হবে না বেচা বিক্রি নষ্ট না হলে তোমার মাথায় ঝুলবে হাজারটা ডিক্রি। নষ্ট না হলে হতে চেওনা সমাজপতি আর নষ্ট না হলে করতে যেও না রাজনীতি নষ্ট না হলে তোমার নামে সভা সেমিনার হবে না নষ্ট না হলে তোমার এমনকি একটি প্রেমিক কিংবা প্রেমিকাও জুটবে না। আজকাল প্রেম জিনিসটাও নষ্ট হয়ে গেছে নষ্টামি ছাড়া কোনো প্রেম হয়না একালে প্রেম পবিত্র একথা শুধু পুথিঁ পত্রে বলে। তোমার নিত্যদিনকার খাবার নষ্ট পানীয় নষ্ট, জীবন বাচানোর ঔষধটাও নষ্ট বাতাসের অক্সিজেনটাও হয়ত নষ্ট নষ্ট এ যুগের নিশ্বাস নষ্ট এ যুগের বিশ্বাস। নষ্ট কিছু দেখলেই নেড়েচেড়ে দেখি গোগ্রাসে গিলি সব নষ্ট পথের খোজে প্রতিনিয়ত তুমি আমি হচ্ছি পথভ্রষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.