আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭৮

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ থেকে ফেরোলে যাওয়ার পথে উত্তর স্পেনের শহর সান্তিয়াগো দে কমপোস্তেলায় ট্রেনটির ৮টি বগির সবগুলোই লাইন ছেড়ে বেরিয়ে আসে এবং উল্টে যায়।
গ্যালিসিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র বৃহস্পতিবার সকালে জানান, মৃতের সংখ্যা ৭৮। দুর্ঘটনাস্থলেই ৭৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা মারা গেছে হাসপাতালে।
প্রচণ্ড গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাটি তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

পুলিশ ট্রেন চালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ট্রেনটিতে দুইজন চালক ছিল। এদের একজন হাসপাতালে।
আহত চালকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান গ্যালিসিয়া সুপ্রিম কোর্টের মুখপাত্র। স্পেনের গণমাধ্যম এই চালকের নাম ফ্রান্সিসকো জোসে গারজোন আমো বলে জানিয়েছে।


দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বগির নিচে অনেকেই চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন।
বেঁচে যাওয়া এক যাত্রী রিকার্দো মন্টেসকো স্থানীয় বেতারকে বলেন, “ট্রেন খুব দ্রুত যাচ্ছিল। মনে হলো একটা বাঁক নেয়ার সময় ট্রেন ঝুলতে শুরু করলো এবং বগিগুলো একটার ওপর আরেকটা পড়ে জট পাকিয়ে গেল। ”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত রেল কোম্পানির ওই ট্রেনে মোট ২৪৭ জন যাত্রী ছিলেন। স্পেনে প্রায় ৭০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্মরণে স্পেন তিনদিনের শোক পালন করবে বলে জানিয়েছে বিবিসি।
সেইন্ট জেমসকে কেন্দ্র করে শহরটির প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের মুহূর্তে এই দুর্ঘটনা ঘটল। এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান পূণ্যার্থীরা সান্তিয়াগো দে কমপোস্তেলায় ভিড় জমায়।
দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় এই সান্তিয়াগো দে কমপোস্তেলা শহরেই জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালেই তার দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা।


এক বিবৃতিতে রাজোয় শহরটির প্রধান ধর্মীয় উৎসবের আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।