আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনে বৃটিশ পর্যটকদের অসভ্য আচরণ উত্তরোত্তর বৃদ্ধি।



গতকাল স্পেনে প্রকাশিত একটি দৈনিক কাগজে বৃটিশ পর্যটক ও ভ্রমনকারীদের আচরণ ও শিষ্টাচার বর্হিভূত কার্যকলাপ নিয়ে একটি লেখা চোখে পড়লো। বিশ্বের ১ম সারির দেশগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষিত ও সভ্য দেশের নাগরিকদের নিকট থেকে অসামাজিক,অনৈতিক, অভদ্র আচরণ পাওয়া সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক । প্রতিবছর বিভিন্ন উপলক্ষে ইংল্যান্ড থেকে প্রচুর ভ্রমনকারী এদেশে বেড়াতে আসে এবং প্রতিবছর উল্ল্যেখজনক সংখ্যক পর্যটক বিভিন্ন অসামাজিক কাজ ও আইন অমান্য করার করণে পুলিশের হাতে গ্রেফতার বরণ করে। কিনতু গতবছর এই গ্রেফতারের সংখ্যা অস্বভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্হানীয়পর্যটন প্রশাসনে উদ্বেগজনক পরিস্হিতি সৃষ্টি হয়েছে । ইংল্যান্ডের ফরেন অফিস থেকে তথ্যসূত্রে জনানো হয় ২০০৭ সালে সর্বমোট ২০৩২ জন বৃটিশ নাগরিক অসামাজিক কাজ (গালাগালি, নোংরামী, উচ্চস্বরে চিৎকার করা,মারামারি,মাতলামী, উন্মোক্তস্হানে প্রসাব করা, হিংস্রতা ) ও আইন অমান্য করার জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়।

তথ্যসূত্রে জানা যায় এই সংখ্যাটি আগের বছরের চেয়ে ৩৩% বেশী । ফরেন অফিস থেকে বলা হয় বিশ্বে সর্বোচ্চ সংখ্যক বৃটিশ নাগরিক শিষ্টাচার বর্হিভূত আচরণের কারণে স্পেনে গ্রেফতার হয় এবং এর পরবর্তি স্হানে যুক্তরাষ্ট্রকে (১৪১৫জন) দেখানো হয় । ইংল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকতা মেগ ডুনা বলেন প্রত্যেক ভ্রমনকারীকে যেদেশে ভ্রমনে যাবে সে দেশের আইন ও কৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করার নির্দেশ দেয়া আছে। ভালভাবে অবকাশ যাপনের জন্য মদ্যপান করার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এতসব সর্তকীকরণ সত্বেও একটি জরীপে দেখা যায় গতবছর ৬৯৫ জন অত্যাধিক এলকোহল পান করার কারণে অসুস্হ হয়ে হাসপাতালে স্হানান্তরিত হয়।

Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।