আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গের তথাকথিত বাম দূর্গ এবং এর পতন কাহিণী

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথেই বিশ্বজুড়ে বাম রাজ্যের পতন হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি নতুন রাষ্ট্রের জন্ম হয়। অন্যদিকে আরেক মিনি বাম রাজ্য যুগোস্লাভিয়া ভেঙে জন্ম নেয় বসনিয়া, হারজেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া ও মন্টেনিগ্রো।

সর্বশেষ ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করেছে সার্বিয়ার একটি প্রদেশ কসোভো। বিশ্বজুড়ে বামদের পতন সত্ত্বেও আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে কিছু বুড়ো বাম তাদের নড়বড়ে দাঁত দিয়ে ক্ষমতা কামড়ে ধরে রাখে দীর্ঘ ৩৪ বছর। দীর্ঘ ৩৪ বছর ধরে ৭টি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার স্বাদ নিতে থাকে সাদা চুলের নড়বড়ে দাঁতের বুড়ো বামেরা। আজ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গের তথাকথিত বাম দূর্গের পতন হয়। ১৯৭৭ সালের ২১ শে জুন থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলো বামেরা।

সব জল্পনার অবসান ঘটিয়ে তথাকথিত এই দূর্গের পতন হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে জন্ম নেয়া ১৩ বছর বয়সী শিশু তৃণমূল কংগ্রেসের কাছে। সমালোচকদের মতে আজ বামদের ফাঁপা বেলুন এমনভাবে চুপসে গেছে যে একে আর কোন ভাবেই পাম্প করে ফুলানো যাবে না। আজ দুপুরের মধ্যেই অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাম দূর্গের পতনের খবর। জয় নিশ্চিত জেনে তৃণমূল ও কংগ্রেস জোটের সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়ে, অনেকেই মোটরসাইকেল, গাড়িযোগে বিজয় মিছিল করতে থাকে। অনেকের মতে মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী যেভাবে তার প্রতিপক্ষকে ধরাশায়ী করতেন ঠিক সেভাবেই নাকি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বুড়ো বুদ্ধদেবসহ বামদের কোন মমতা না দেখিয়ে ধরাশায়ী করেছেন।

আজ বামদের শোকের দিন, বিশেষ করে বাঙ্গালী বামদের। বামরা আজ শোকে মূহ্যমান, অশ্রুশিক্ত, বাকরুদ্ধ। চলুন আমরা বামদের সমবেদনা জানায়। বামদের জন্য ১ মিনিট নীরবতা পালন করি। তবে যেভাবে তারা ধরাশায়ী হয়েছে তাতে ১ মিনিট মনে হয় একটু কমই হয়ে যায়।

চলুন আমরা ১ মিনিট ১০ সেকেন্ড নীরবতা পালন করি। নীরবতা পালন শেষে অবশ্য আপনারা চাইলে মিষ্টিমুখ করতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.