আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ মনে করে পশ্চিমবঙ্গের সরকারী দলই আসলে বেসরকারী দল!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগের ইন্ডিয়া প্রীতি সর্বজনজ্ঞাত। প্রায়শই কথাবার্তায় এঙ্গে যোগ করে দেয়। লোকসভা নির্বাচন নিয়ে তার বেজায় উচ্ছ্বাস। কলকাতার কোন আসনে কে দাড়ালো সেসব মোটামুটি মুখস্থই থাকে। যথারীতি অফিসে আসার পথে সে আমার হাত থেকে পেপার ছোবল দিয়ে নিল। প্রনব মুখার্জীর নিউজ পড়লো সবাইকে শুনিয়ে শুনিয়ে। তারপর বললো, পশ্চিমবঙ্গের সরকারী দলই আসলে বেসরকারী দল! কেমনে? বললাম, ঐখানে তো বামরা ক্ষমতায়, কংগ্রেস হইলো বিরোধী দল! কলিগ বলে, কংগ্রেস কেমনে বিরোধী দল হয়, তারা তো আসল সরকার চালায়, কেন্দ্রীয় সরকারই তো তাদের বগলে! একটু চিন্তা কইরা বললাম রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের গঠন তো আলাদা! কলিগ থামিয়ে দিয়ে বলে, আলাদা হইলোই বা, কলকাতার বাম সরকারের চেয়ে প্রনব মুখার্জীরই তো জৌলুস বেশী দেখতেছি - বুদ্ধদেবও কইছে সে হইলো স্টেটসম্যান!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.