আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকতার রকমফেরঃ অনেক আস্তিকরাও জানেন না যে তারা নাস্তিক (ঈমানদার আস্তিকদের জন্য অবশ্য পাঠ্য)



আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নাই যার- নাস্তিক -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- সামুতে গত কয়েকদিন থেকে আস্তিক আর নাস্তিকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। বিতর্কে এক দল আরেক দলকে ধরাশায়ী করার জন্য যুক্তি, পাল্টা যুক্তি, রেফারেন্স, পাল্টা রেফারেন্স দিয়ে যাচ্ছেন। কেউই হারতে রাজি নন। নাস্তিক ভাইয়েরা যেন শপথ করে নেমেছেন, 'ইসলাম, তোমার বারটা না বাজানো পর্যন্ত আমাগো শান্তি নাই। তোমারে আমরা খাইছি!' আর আস্তিক ভাইদের ভাব দেখে মনে হয় তারা নাস্তিকদের দূষীত আবর্জনা ছাড়া আর কিছুই মনে করেন না।

এরকম আলোচনায় আমি দু' একবার শরীক হয়েছি। তবে যুক্তি তর্কে নয়; স্রেফ জ্ঞানার্জনের জন্য। আসিফ মহিউদ্দীন, আলবার্ট_আইনস্টাইন, পারভেজ আলম প্রমূখ নাস্তিক ভাই এবং কর্ণেল সামুরাই, মেহেদী পরাগ, রিপেনডিল, মাই নেম ইজ খান প্রমূখ আস্তিক ভাইদের জ্ঞানগর্ভ আলোচনা পড়ে আমি নতুন অনেক কিছুই জেনেছি। আমার মধ্যে জানার আগ্রহ প্রবল, তাই পরীক্ষার ব্যাস্ততার মধ্যেও এ বিষয়ে কিছু কিছু বইপত্রও পড়েছি। বই পড়ে যা জেনেছি তার কিছু অংশ এখানে তুলে ধরলামঃ বিভিন্ন প্রকার নাস্তিকতা ডগম্যাটিক নাস্তিকতঃ ডগম্যাটিক নস্তিকতা আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না।

স্কেপটিক্যাল নাস্তিকতাঃ স্কেপটিক্যাল নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, তবে তারা বলে যে মানুষ তাকে জানতে অক্ষম। ক্রিটিক্যাল নাস্তিকতাঃ ক্রিটিক্যাল নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, তাকে জানার ক্ষমতাকেও অস্বীকার করে না, তবে তারা বলে যে আল্লাহর অস্তিত্বের সঠিক কোন প্রমাণ নেই। প্র্যাকটিক্যাল নাস্তিকতাঃ প্র্যাকটিক্যাল নাস্তিকতা বলে যে আল্লাহ থাকা বা না থাকায় মানুষের কিছু নেই। আল্লাহ ছাড়াও মানুষ চলতে সক্ষম। আস্তিক ভাইয়েরা দেখতে পারেন, আপনারাও কেউ কেউ হয়ত কোন এক প্রকার নাস্তিক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.