আমাদের কথা খুঁজে নিন

   

রবির নেট এখন দারুণ

আগে যেগুলোকে ফাইজলামি ভাবতাম , এখন সেগুলোকে জ্ঞান ভাবি

যারা বাংলালায়ন বা কিউবির অফার দেখে নিজেকে হতাশ মনে করছেন । মনে হচ্ছে মডেম টা বেচে দেই , এমন ভাবছেন , তাদের জন্য কিছুটা হলেও সুখবর কারন আপনি যদি হারামিফোনের (গ্রামীন) নেট ইউস করেন তাহলে তা বাদ দিয়া রবি ইউস করে দেখতে পারেন কারন : আমার এক বন্ধু বলল রবির স্পীড নাকি ভাল । ট্রাই করলাম । স্পীড গ্রামীনের থেকে অনেক অনেক ভাল । গ্রামীনের স্পীড উঠানামা করে কিন্তূ রবির সেটা নাই । আমি কয়েক দিন ধরে রবি চালাচ্ছি স্পীডের কোন উঠানামা নাই এবং কনসট্যান্ট 25KBPS ++ (নুন্যতম)পাচ্ছি , 28KBPS, 30 KBPS তো গড়ে পাচ্ছি । তাই ডাউনলোড বা ব্রাউসিং করে গ্রামীনের থেকে অনেক মজা পাচ্ছি । আশা করি আর কখনো হারামিফোনের (গ্রামীন) নেট ইউস করব না । **কোন Fair usage policy নাই ** দারুণ দারুণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।