আমাদের কথা খুঁজে নিন

   

রবির ইন্টারনেট

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আগেকার নাম AKTel, এখনকার নাম রবি Axiata। বাঙলাদেশে গ্রামীনের পরেই স্থাপিত এবং অন্যতম পুরাতন মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এদের অনেক সেবার ভেতরে একটি হল মোবাইল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মেগাবাইট-গিগাবাইটের মোবাইল প্যাকেজ বিক্রয়। তেমনি একটা প্যাকেজ হল এক সপ্তাহের জন্য ২০ মেগাবাইটের ২০ টাকার প্যাকেজ।

আমিও কিনেছি। কেনা হয়েছে গেল ৫ নভেম্বর তারিকেহ। মাশাল্লাহ, এতো সুন্দর ইন্টারনেট সার্ভিস আমি এ যাবত কালের ভেতরে পাই নাই। বোঝার কোন উপায় নাই যে কত মেগা খরচ হয়েছে, কিংবা আদৌ কিছু খরচ হয়েছে কি না! কিংবা কিছু নাই কি না। প্যাকেজে যাবার জন্য যে কোড দিতে হয়, তা দেবার পরে কোন কনফারমেশন মেসেজ আসে নাই।

কিংবা কোথাও খুঁজেও কি ভাবে ডাটার পরিমাণ জানা যাবে, তাও পেলাম না। এর আগেও একবার এদের কি একটা প্যাকেজ কিনে ভালোই ফ্যাসাদে পড়েছিলাম। এতো যন্ত্রণা করে কি আর মোবাইল ব্যবহার করা যায়? গ্রামীন যেভাবে সেবা দেয়, তার সাথে এদের তুলনা করাটাই বোকামী। রবি Axiata তোমায় দিলেম ছুটি। তোমায় বদলে নিয়ে নেব এয়ার(?)টেল কিংবা বাংলা(বে-)লিংক কিংবা টেলিঠক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।