আমাদের কথা খুঁজে নিন

   

রবির আলো



আজকাল আমাদের জীবনধারণের জন্যে বিদ্যুৎ একটা অত্যাবশ্যকীয় উপাদান। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষের জন্যে এখনো বিদ্যুতের যোগান দেওয়া যায়নি। যেসব গ্রামে এখনো বিদ্যুৎ ব্যবস্থা করা যায়নি, সেখানকার মানুষ একটা উন্নত জীবনব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রীডের বাইরে থাকা এসব জনগোষ্ঠীর এই বিদ্যুতের সংকট মেটানোর উদ্দেশ্যে রবি তাদের জন্যে সোলার প্রযুক্তি সরবরাহের ব্যবস্থা করেছে। এতে কার্বন নির্গমনের পরিমাণও কমে যাবে।

রবি আজিয়াটা লি: ইত্যোমধ্যেই কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামে একটা মেগা সোলার প্যানেল স্থাপন করেছে, যেখান থেকে ১৫০টি পরিবারকে সৌর শক্তি সরবরাহ করা হচ্ছে, এবং সেই সাথে বিনামূল্যে ২টি করে লাইট ও ১টি করে মোবাইল চার্জার সরবরাহ করা হয়েছে। এই মেগা প্যানেল থেকে প্রত্যেক বাড়িতে দৈনিক ৪ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এবং ৫ বছরের জন্যে তারা সব ধরণের কারিগরি সহায়তা পাবে।

কালুয়ারচর গ্রামের সাফল্য এবং এই প্রকল্পের গুরত্ব অনুধাবন করে, রবি এই প্রকল্পের আওতায় পার্শ্ববর্তী আরো কয়েকটি গ্রামের ৪৪০টি বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কালুয়ার চরের বাকি বাড়ি ও পার্শ্ববর্তী চর জয়কুমার ও কিসমত সিনাই গ্রামগুলোতেও এই সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পে গ্রিডের আওতায় ১ম পর্যায়ে ১৫০টি বাড়ির জন্যে ২.৫ কিলোওয়াট ও ২য় পর্যায়ে ৪৪০টি বাড়ির জন্যে ৯.১৮ কিলোওয়াট শক্তি উৎপাদিত হচ্ছে।



রবি’র পরিবেশ বিষয়ক সিএসআর কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে।

আমরা সংক্ষেপে বলতে পারি, এই প্রকল্প সত্যিকার অর্থে তাদের দৈনন্দিন জীবনকে আলোকিত করেছে, এবং তাদের জীবনধারা পাল্টে ফেলার সুযোগ করে দিয়েছে। এটি আধুনিক প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম একটা আবিষ্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।