আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল উল্কা


প্রায় ৫৫ মিলিয়ন টনেরও বেশি ওজনবিশিষ্ট একটি উল্কা ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে, দৈত্যাকার এই উল্কাপিণ্ডটি পৃথিবীর নিকটে এলেও ভয়ের কিছু নেই বলেই আশস্ত করেছেন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা)-এর বিশেষজ্ঞরা। নাসার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওয়াইইউ৫৫ নামের এই উল্কাপিণ্ডটি এ বছরের শেষদিকে পৃথিবীর খুবই কাছ ঘেঁষে যাবে, তবে পৃথিবীতে পড়বে না। পৃথিবী এবং চাঁদের কাছ দিয়ে যাবার সময় এই সোয়া মাইল বিস্তৃতির উল্কাপিণ্ডটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন গবেষকরা। এমনকি ছোটো টেলিস্কোপ ব্যবহার করেও উল্কাপিণ্ডটিকে পর্যবেক্ষণ করা যাবে।

বিশেষজ্ঞরা হিসেবে করে দেখেছেন, উল্কাপিণ্ডটি পৃথিবীতে আঘাত হানলে যে ক্ষতি হবে তা পৃথিবীতে ফাটা ৬৫ হাজার অ্যাটম বোমের সমান। আর যে গর্ত সৃষ্টি হবে তা হবে ৬ মাইল চওড়া এবং প্রায় ২০০ তলা উঁচু ভবনের সমান গভীরতার। বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, পৃথিবী থেকে মাত্র ২ লাখ ১ হাজার মাইল দূরত্বে পাশ কাটিয়ে যাবার সময় এটিই হবে সবচেয়ে বড়ো আকারের কোনো বস্তু যা পৃথিবীর এতো নিকটে এসেছে। এটি প্রতি ১৪ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। নাসার গবেষকরা জানিয়েছেন, মোট ৮৭৪ টি উল্কা রয়েছে যেগুলো পৃথিবীর জন্য হুমকি।

তবে, এসব উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানার আশংকা শত হাজার বছরে মাত্রই একবার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.