আমাদের কথা খুঁজে নিন

   

"জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতা"



"তোমায়----আমি" তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে ; শিশিরকণার মতো শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী-সাগর কোথায় চলে বয়ে পদ্মপাতায় জলের বিন্দু হয়ে জানি না কিছু--দেখি না কিছু আর, এতো দিনে মিল হয়েছে তোমার-আমার পদ্মপাতার বুকের ভিতর এসে। তোমায় ভালোবেসেছি আমি, তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই, তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে শরীর যেমন মনের সঙ্গে মেশে। জানি আমি তুমি রবে--আমার হবে ক্ষয়, পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়। এই আছে, নেই--এই আছে, নেই--জীবন চঞ্চল ; তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল বুঝেছি আমি তোমায় ভালোবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।