আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী প্রজন্ম- তোমাদের কাজ হলো আমাদের পাপ বয়ে বেড়ানো

I would like to continue with all of here

গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যুদ্ধাপরাধীর বিচার কোন তাড়াহুড়ার বিষয় নয়- এবং তিনি অনুরোধ করেছেন পরবর্তী প্রজন্মের কাছে যে তারা যেন এই বিচারের ধারা অব্যাহত রাখে প্রজন্ম থেকে প্রজন্ম অবধি। এখানেই আমার প্রবল আপত্তি। অনেকেই হয়তো দলীয় আবেগের বশে বাঁধা পড়ে বলবেন যে হ্যাঁ ঠিকই তো আছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করা কি আসলেই খুব দুরূহ কাজ যে এটা নিয়ে দিন ধরাধরি চলতে হবে সমানে? এর কি কোন প্রমাণাদি নেই যে একরকম যুদ্ধ ঘোষণার মতো করতে হবে? এটা কি এমন কোন দুরূহ বিষয় যে একেকজন মন্ত্রী একেক রকম টাইম টেবিল ঘোষণা করবেন? এটা কি বর্তমান কান্ডারীদের কাছে সময় ক্ষেপণ আর নিজস্ব কিছু কার্যসিদ্ধির হাতিয়ার হয়েই থাকবে? যারা মুক্তিযুদ্ধে স্বজন হারিয়েছে কিংবা হারিয়েছে সম্ভ্রম- আমরা কেউই তাদের আবেগকে বিচার করিনা। যাদের আত্মত্যাগ বা জীবন বাজির ফলে আজকে আমরা ফুটানি করছি তাদের কথা একটিবার যদি আমরা চিন্তা করতাম তাহলে এই বিচার নিয়ে চোর-পুলিশ খেলা চলতো না। আজকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ চলছে- ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে- আরো হাজারো রকম বায়নাক্কা। যারা আমাদের অসংখ্য ভাই বোনকে- দেশের বুদ্ধিজীবী সমাজকে পানি না দিয়ে মুখে প্রস্রাব ঢেলে দিয়েছে- তার চাক্ষুস সাক্ষীও আছে- তাদের এতো খাতির কিসের? আবার এখন শুরু হয়েছে নতুন তত্ত্ব- নতুন প্রজন্মের গাড়ে চাপিয়ে দেয়ার পাঁয়তারা। যে কাজ আমরা নিজেরাই করতে পারি সেটা এড়িয়ে যাবার এই প্রবণতা কেন আমাদের? নতুন প্রজন্মের কি দায় পড়েছে যে তারা আমাদের পাপ বইতে যাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।