আমাদের কথা খুঁজে নিন

   

লিটল ম্যাগাজিন ‌'প্রকাশ' বুলেটিন...

শফিক হাসান

লিটল ম্যাগাজিন ‘প্রকাশ’-এর পঞ্চম সংখ্যা বেরুতে যাচ্ছে। এবার নতুন কারো কাছ থেকে লেখা নেয়া হচ্ছে না। গত বইমেলা সংখ্যায় যারা লেখা দিতে চেয়ে মিস করেছেন (ইচ্ছা বা অনিচ্ছায়!), শুধু তাদের লেখাই থাকবে। এঁদের মধ্যে রয়েছেন : কিশোর আহমেদ, ইশতিয়াক আহমেদ, মাসউদ আহমাদ ও পান্থ বিহোস (সাক্ষাৎকার), জমাদ্দার কাব্য, জাহীদ ইকবাল, কাদের বাবু, য়পূর্ণ রুবেল, জয়ন্ত সুমন, সজীব দে, ফেরারী কৌশিক, সালাম মাহমুদ, মিজান মিজানুর রহমান প্রমুখ। আশা করি, তারা এবার যথাযথ সময়ে লেখা দিয়ে দেবেন। তা না হলে মুখের গতবারের মতো উপরেই পত্রিকা বের করে দেখিয়ে দেয়া হবে! ‘আর একটা দিন সময় হলেই তো আমি পারতাম’ এরকম কোনো ধানাইপানাই শোনা হবে না! শুধু এখানেই শেষ নয়, যথাসময়ে লেখা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে এরকম আরো শ্বেতপত্র প্রকাশিত হবে! সুতরাং সাধু সাবধান...। সময় থাকতে কলম নয়তো কী বোর্ড ধরো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।