আমাদের কথা খুঁজে নিন

   

লিটল জনি জোকস [১৮+]



লিটল জনির কথা আমরা সবাই জানি। তারই একটা জোক শেয়ার করলাম। বিকেলে মাঠে খেলতে গেলে লিটল জনি দেখলো বন্ধু বব এর হাতে একটা নতুন ঘড়ি [ওয়াচ, গল্পের সুবিধার্থে এটাকে পরবর্তীতে ওয়াচ বলেই বলা হবে। . জনি জানতে চাইলো, এটা কি চুরি করেছো? না। বব এর উত্তর।

তাহলে নিশ্চয়ই এটা তোমার জন্মদিনের উপহার ছিল। না। তাইলে কি গত ক্রিসমাসে পেয়েছিলে? না। আগের সুরেই বব বললো। তো তুমি এটা পেলে কোথায়? বব বললো, গত রাতে বাবা-মা সেই নোংরা কাজটা করার সময় আমি হঠাৎ তাদের রুমে ঢুকে পড়ি।

তখন তারা আমার থেকে মুক্তি পাবার জন্য এটা আমাকে দিয়ে দেয়। জনি একই সাথে বিস্মিত ও ইর্ষান্বিত হলো। ষেই সাথে দৃঢ় প্রতিজ্গা করলো যে তাকেও এমন একটা ওয়াচ পেতে হবে। তো গভীর রাতে বাবা-মা'য়ের রুম থেকে যখন বিশেষ ধরনের কিছু আওয়াজ শুনতে পেল প্লানমতো সে দরজা ঠেলে ঐ রুমে ঢুকে দৃড় ভাবে তাদের সামনে দাড়ালো। কি হয়েছে, এখন আবার তোমার কি চাই? বিরক্তি সহকারে তার বাবা জানতে চাইলো।

'ওয়াচ', গম্ভীর ভাবে সে উত্তর দিল। 'ভেরী ফাইন, ঐ কোনায় যাও এবং ভালভাবে ওয়াচ করতে থাকো, তবে দয়া করে কোন শব্দ করোনা'। এই লাইন দুটি ইংরেজীতে দিলে বুঝতে এবং হাসতে আরো সুবিধা হবে তাই কপি করে দিলাম। "What do you want now?" "I wanna watch," Johnny replied. Without missing a stroke, his father said, "Fine. Stand in the corner and watch, but keep quiet." --সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।