আমাদের কথা খুঁজে নিন

   

``লিটল ম্যাগ`

আমার আমি কে খুঁজি

একটি কলম, একটি কাগজের সাদা পাতা তাহার ওপর চেপে বসে আছে একটি মাথা। ভাবনার সমুদ্রে ডুব দিয়ে হাতড়ে বেড়াচ্ছে মনের সব এলোমেলো কথা, তাই নিয়ে লেখা আজকের যথা তথা। **একটি নতুন খাতা নিয়ে এলাম ৩০০ পৃষ্ঠা,এবারের যাত্রাটা ভিন্ন। ** বেশ কয়েক বছর ধরে ভাবছি বলতে গেলে এটা আমার একটা স্বপ্ন ‌‌‍‌``লিটল ম্যাগ`` এখন বর্তমানে সবার কাছেই পরিচিত বিষয়,কিন্তু? *** আমি চাই এমন কিছু যা প্রতিটি ঘরে ঘরে থাকবে, যা পরিবারের প্রতিটি সদস্যের বেশ কাজে আসবে। *** কেউ কেউ কবিতা মনে করবে, কেউবা আবার গল্প বলে বিদ্রুপ করবে, খোলা বাজারে যাকে নিয়ে আলোচনা হবে, কারও কারও ঘরে হয়ত পৌছে যাবে আদর্শবানী হিসেবে, যে কোন ধর্ম গ্রত্রের মানুষ হোক হাতে তুলে নিবে র্নি-দ্বিদায় *** সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তোলার উত্তম পদ্ধতি *** একটি মানুষ গড়ে তোলার আদর্শ লিপি *** খারাপ কে খারাপ বলে দূরে না ঠেলে না দিয়ে খারাপ কে দূর করে ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার পথদর্শন *** অন্ত আন্তার শান্তির পথ সামাজিক পরিবেশে অবলম্বন *** বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনায় উচিত অনুচিত দিক তুলে ধরার মাধ্যম। *** যেখানে থাকবেনা কোন রাজনীতি শুধুই সমাজ সংস্কৃতির শিক্ষামেলা। *** অহংকার,জেদ,লোভ-লালসা জীবন থেকে বিতাড়িত করে নিজেকে শুদ্ধ – সাধন পথে সাধিত করার মাধ্যম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।