আমাদের কথা খুঁজে নিন

   

লিটল ম্যাগাজিন : নির্মাণ



বর্তমান বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি শঙ্খ ঘোষ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মোহাম্মদ রফিকের বেশ কয়েকটি সদ্য লেখা কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে নিমার্ণের এই অসাধারণ সংখ্যাটি। কলকাতা নিবাসী প্রায় নিভৃতচারী কবি শঙ্খ ঘোষের কবিতার জন্য সম্পাদকের যত্ন, পরিকল্পনা ও ধৈর্য্যের প্রশংসা করতেই হয়। এই সংখ্যাটি বাংলাদেশের সব কবি এবং পাঠকদের জন্য অবশ্য সংগ্রহ একটি প্রকাশণা বলেই ধারণা করি। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা নির্মাণের এটি ৫ম সংখ্যা। সম্পাদক: রেজাউল করিম সুমন।

পাবেন আজিজ মার্কেটের প্যাপিরাসে, সিলেটের বই পত্রে, চট্টগ্রামের বাতিঘর ও নন্দনে এবং বইমেলায় লিটল ম্যাগাজিন চত্ত্বরে। কর্ষণ স্টলে। এ সংখ্যায় আরো আছে শঙ্খ ঘোষের সমস্ত ক্ষতের মুখে পলি কাব্যগ্রন্থটির সুদীর্ঘ এবং মনোগ্রাহী আলোচনা "সত্য আমি বলিনি সত্তাকে"। করেছেন সুতপা ভট্টাচার্য আছে মোহাম্মদ রফিকের নোনাঝাউ কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা "কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতা"। করেছেন সনৎকুমার সাহা।

এই সংখ্যায় আছে রফিকের ২৭ টি এবং শঙ্খের ১১ টি কবিতা। শঙ্খ ঘোষের একটি সদ্য লেখা কবিতা তুলে না দিয়ে পারছি না। কর্তা শঙ্খ ঘোষ ভাবো কি আমিই আছি আমি চলছি ফিরছি কথা বলছি বলে? আমার আছে গোপন ওপরঅলা যা ঘটে সব রিমোট কন্ট্রোলে। অবশ্য ঠিক গোপনও নয় তত কেউ কেউ তা জেনেছে অন্তত কীভাবে ওই স্বয়ম্প্রভ আলোয় আমার যত পাপড়িগুলি খোলে। হঠাৎ যেই আকাট কেউ এসে নিছক তার পুরোনো অভ্যেসে নিজের মতন কথা বলতে থাকে মরতে চায় না নিজেরই সম্বলে - তখন তাকে বুঝিয়ে দিতে পারো আমার পথে মুক্তি আছে তারও; দু-একটা নয়, হাজার হাজার আমি ঘুরে বেড়ায় অঞ্চলে অঞ্চলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।