আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক...

একজন ফুরিয়ে যাওয়া ব্লগার
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক দু'চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক... ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক... ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক **************************************** কতদিন হয়ে গেলো কিছু লেখা হয় না। নিজের লেখা প্রথম পাতায় দেখার অনুভূতিটা কেমন সেটাও অতটা মনে পড়ে না। হয়তো ব্লগে নতুন পোস্ট লেখার নিয়মটাও ভুলে গেছি। আসলেই ভুলে গেছি কিনা সেটা চেক করার জন্যই এই লেখাটা লেখা (দুষ্টু দুষ্টু হাসির ইমো)। মাঝখানে কিছুদিন খুব ক্যাঁচাল গেলো, দেখলাম দূর থেকে। আসলে এককালের ব্লগ ক্যাঁচালের নায়িকা আমি এখন আর আগ্রহ পাই না এসবের (অবশ্য তখনও যে খুব পেতাম তাও না)। আমার আসলে খুব জানতে ইচ্ছে করছে যে আমার ব্লগ বন্ধুরা সবাই কোথায় কেমন আছে। এই পোস্টটা আসলে এক ধরণের 'হাই' জাতীয় ব্যাপার। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.