আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে

কেমন জানি এক ঘোরের মাঝে কাটছে সময় কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে সন্ধ্যা নেমে রাতের আঁধার ঘনিয়ে আসে কিছুই বুঝতে পারি না আজকাল শুধু মনের মাঝে ধোঁয়া ধোঁয়া তোমার মুখ ভাসে আর আমিও ভেসে যাই কেমন জানি ভাবনার ভেলায় ভেসে। এখন আর পথের কোন ঠিক ঠিকানা নেই যেদিকে দুচোখ যায় চলে যাই যেখানে মন চায় ঘুরে বেড়াই একা একা সাথে কিন্তু তুমি থাক হৃদয়ের মাঝে করে তোমাকে বয়ে বেড়াই যেখানেই চলে যাই মনের ভেতরের অনেক গভীরে যে তোমার বাস কখনো বুঝতে পেরেছ আমায়? নাকি ধরতে পেরেছ আমার শুন্যতার অনুভব তোমাকে ছাড়া। সময়ের কারাগারে অনেক অনেক দিন আটকে আছি আমি এখন কেমন জানি ইচ্ছে করে মুক্তি পেতে জীবনের কারাগার হতে হায় জীবন, তুমি ছাড়া শুন্যতায় ভরা; লোহার গারদের ওপারে যে তোমার বাস মুক্তির আশায় বসে আছি আমি তোমার কাছে যাব বলে পারবে কি আমায় আপন করে নিতে আজ এতদিন পরে? পুরোনো ভালোবাসার কিছু ছিটেফোঁটা কি আজো আছে তোমার হৃদয় জুড়ে, সেই পুরতন ভালোবাসার কথা কি তোমার এখনো মনে পড়ে? তবু শেষ বিদায়ের আগে একবার তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে সেই আগের দিনের মত করে একটিবার শুধু একটিবার গভীর আবেগে জড়িয়ে ধরব বলে তারপর না হয় চলে যাব আমি সেই না ফেরার দেশে চিরদিনের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.